আমাদের অনেকের মনে প্রশ্ন আমার ব্যবহৃত সিম কার নামে নিবন্ধন করা আছে? যদি আপনার সিমটি আপনার কোন আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব অথবা অন্য কারও এনআইডি দিয়ে রেজিষ্ট্রেশন করে থাকেন তাহলে একবার ভাবুন আপনার ঐ সিমে যদি কোন ব্যাংক একাউন্ট করা থাকে তাহলে কতটা ঝুকিপূর্ণ। অতএব এটা জানা আমাদের অত্যন্ত জরুরি যে আমাদের ব্যবহৃত সিমটি কার নামে রেজিষ্ট্রশন করা। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
সিম কার নামে নিবন্ধন করা-
Eyecon এর মাধ্যমে জানুন সিম কার নামে নিবন্ধন করা
আমরা অনেকেই Eyecon এ্যাপ ব্যবহার করে থাকি। এই এ্যাপের কাজ হলো অপরিচিত নাম্বার এর তথ্যাদি দেখা। এটি খুব সহজে অপরিচিত নাম্বারের তথ্যাদি যেমন নাম, ছবি ইত্যাদি দেখা যায়। আপনি চাইলে Eyecon এ্যাপ এর মাধ্যমে সিম কে ব্যবহার করে এটা দেখতে পারবেন।
আরও দেখুন রবি নাম্বার দেখার নিয়ম
এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে
এনআইডি দিয়ে কয়টি সিম রেজিষ্ট্রেশন করা আছে তা আপনি খুব সহজেই বের করতে পারবেন। চলুন আমরা শিখে ফেলি এনআইডি দিয়ে কয়টি সিম রেজিষ্ট্রেশন করা আছে ।
- প্রথমে ডায়াল করুন *১৬০০১# ।
- *১৬০০১# ডায়াল করার পর এনআইডি নাম্বারের শেষের চারটি সংখ্যা দেওয়ার অপশন আসবে।
- তারপর আপনার এনআইডির শেষ চার সংখ্যা সাবমিট করতে হবে।
- তারপর আপনার মোবাইল নাম্বারে একটি এসএমএস আসবে সেখানে আপনার এনআইডি দিয়ে কয়টা সিম রেজিষ্ট্রেশন করা আছে তা উল্লেখ থাকবে।
সিম বা মোবাইল নাম্বার দিয়ে এনআইডি নাম্বার বের করা
আমরা অনেকেই ইন্টারনেটে সার্চ করে থাকি সিম বা মোবাইল নাম্বার দিয়ে এনআইডি নাম্বার কিভাবে বের করা যায়? কিন্তু আসলে কি মোবাইল নাম্বার দিয়ে এনআইডি নাম্বারের তথ্য অথবা ঠিকানা বের করা যায়? উত্তর হলো না যায় না। কারণ এটা একমাত্র আইন শৃংঙ্খলা বাহিনী অথবা গোয়েন্দা সংস্থা মোবাইল নাম্বার দিয়ে এনআইডি নাম্বারের তথ্য অথবা ঠিকানা বের করতে পারে। যদি কেউ আপনাকে বলে যে মোবাইল নাম্বার দিয়ে এনআইডি নাম্বার বের করা যায় তাহলে মনে করবেন সে মিথ্যা কথা বলছে।
সিম রেজিস্ট্রেশন পরিবর্তন
সিম রেজিষ্ট্রেশন পরিবর্তন বা সিমের মালিকানা পরিবর্তন করতে চাইলে যেকোন সিম রিটেইলারের কাছে বা কাস্টমার কেয়ারে গিয়ে সিমের মালিকানা পরিবর্তন করতে পারবেন। তবে সিমের মালিকানা পরিবর্তন করতে যার নামে পরিবর্তন করবেন তাকে অবশ্যই এনআইডি কার্ড সাথে নিয়ে যেতে হবে ।
আরও দেখুন রবি ইন্টারনেট অফার ২০২৩
সিম রেজিস্ট্রেশন চেক ২০২৩-সিম কার নামে নিবন্ধন করা
আপনার সিম সঠিক ভাবে আপনার নামে রেজিষ্ট্রেশন হয়েছে কিনা তা সঠিক ভাবে যাচাই করতে নিম্নের স্টেপ গুলো অনুসরন করতে পারেন ।
- প্রথমে ডায়াল করুন *১৬০০১# ।
- *১৬০০১# ডায়াল করার পর এনআইডি নাম্বারের শেষের চারটি সংখ্যা দেওয়ার অপশন আসবে।
- তারপর আপনার এনআইডির শেষ চার সংখ্যা সাবমিট করতে হবে।
- তারপর আপনার মোবাইল নাম্বারে একটি এসএমএস আসবে সেখানে আপনার এনআইডি দিয়ে কয়টা সিম রেজিষ্ট্রেশন করা আছে তা উল্লেখ থাকবে।
সিম নিবন্ধন বাতিল করার নিয়ম
আপনার এনআইডি দিয়ে কয়টি সিম করা আছে সেই সকল সিম আপনি চাইলে পার্মানেন্ট বন্ধ করে দিতে পারবেন । যেমনঃ রবি, গ্রামীন,বাংলালিংক, এয়ারটেল এবং টেলিটক সিম এসব সিম যদি আপনার থাকে এবং আপনি যেকোন অপারেটরের সিম বন্ধ করতে চাইলে বন্ধ করতে পারবেন । শুধু যে অপারেটরের সিম বন্ধ করবেন কেবল সেই অপারেটরের আপনার নিকটস্থ কাষ্টমার কেয়ারে গিয়ে সিমটি বন্ধ করতে পারবেন ।